জিম নেই খোলা, তাহলে উপায়? লকডাউনে কীভাবে শরীরচর্চা করছে বলিউড?
বাড়িতেই কসরত করছেন অভিনেতা সোনু সুদ। সব ছবি ইনস্টাগ্রাম থেকে পাওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়মিত শরীরচর্চাই তাঁর এভারগ্রিন থাকার সিক্রেট।
শরীরচর্চার মাঝে তোলা শ্রদ্ধা কপূরের ছবি।
এমনিতে জিম মিস করেন না। কিন্তু এখন উপায় নেই। যোগা ম্যাট পেতে শরীরচর্চা করছেন জাহ্নবী কপূর।
বাড়িতেই শরীরচর্চা করছেন অর্জুন কপূর।
একে অপরের সঙ্গে কোয়ারেন্টিন রণবীর-দীপিকা।
সিদ্ধার্থ মালহোত্রও টেরেসে এক্সারসাইজে ব্যস্ত।
বাড়ির ছাদে কসরত করছেন ক্যাটরিনা কাইফ।
গৃহবন্দি তিনি। কিন্তু বাড়িতেই শুরু করেছেন শরীরচর্চা। সোশ্যাম মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।
২১ দিন লকডাউন। ঘোরাঘুরি থেকে শুটিং, সব বন্ধ। তাবলে কী শরীরচর্চায় পড়বে ছেদ? মোটেই না। বরং বাড়িতে ফিটনেস চর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড তারকারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -