বিয়েতে হ্যাটট্রিক করেছেন যেসব বলিউড তারকা
বিয়েতে হ্যাটট্রিক করেছেন সিদ্ধার্থ রায় কপূরও। বিদ্যা বালনের আগে ছোটবেলার এক বন্ধু এবং তারপরে এক টিভি প্রযোজককে বিয়ে করেন তিনি।
অনুপমা চোপড়ার সঙ্গে গাঁটছাড়া বাঁধার আগে রেনু সালুজা, শবনম সুখদেবের সঙ্গে বিয়ে হয় পরিচালক বিধু বিনোদ চোপড়ার।
২০০৮-এ মান্যতা-র সঙ্গে বিয়ের আগে রিহা পিল্লাই(১৯৯৮-২০০৫) এবং রিচা শর্মা(১৯৮৭-১৯৯৬)-র সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয় দত্তর।
সঙ্গীতশিল্পী আদনান সামিও একাধিকবার বিয়ে করেছেন। ১৯৯৩-এ অভিনেত্রী জেবা বখতিয়ারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের তিন বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০০১-এ সাবা গালাদেরিকে বিয়ে করেন তিনি। সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। ২০১০-এ রয়া ফারইয়াবিকে বিয়ে করন আদনান।
সঙ্গীতশিল্পী লাকি আলির প্রথম স্ত্রী ছিলেন নিউজিল্যান্ডের এক মডেল। এরপর ইনায়া নামে একজনের সঙ্গে বিয়ে হয় তাঁর। সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। এরপর ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ হালামকে বিয়ে করেন তিনি। কেট ও লাকির ক্যামেরাবন্দি মুহূর্ত।
রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি এবং লীনা চন্দভারকরকে বিয়ে করেছিলেন কিশোর কুমার।
সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভার। বিপাশাকে বিয়ের পূর্বে শ্রদ্ধা নিগম এবং ছোটপর্দার অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন তিনি।