সান্তার সাজে ভিকি কৌশল, চুলবুল স্টাইলে সলমন, বড়দিনে বলিতারকাদের শুভেচ্ছাবার্তায় ভাসল সোশ্যাল মিডিয়া
সান্তার সাজে ভিকি কৌশলের ক্রিসমাস উইশ এখন নেটদুনিয়ায় ভাইরাল।
টুকটুকে লাল অফ শোল্ডার টপে নজর কাড়লেন সোফি।
দেখুন সারা আলি খানের বড়দিনের বার্তা।
সপরিবার সঞ্জয় দত্তের বড়দিনে শুভেচ্ছা বার্তা।
’দাবাং থ্রি’ শোরগোল ফেলে দিয়েছে। দাবাংয়ের দৃশ্যের সঙ্গেই ক্রিসমাসের উইশ করলেন সলমন।
সপরিবার লাল টুকটুকে বড়দিনের সাজে নেহা ও অঙ্গদ। সঙ্গে মেয়ে।
’গুড নিউজ’ ছবির পোস্টার শেয়ার করে সকলকে বড়দিনের উইশ করেছেন কিয়ারা আডবাণী।
‘দোস্তানা টু’ টিমের তরফে এই মজার ছবি পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। সঙ্গে জাহ্নবী। সকলের মাথাতেই সান্তা টুপি।
কালো ঝলমলে সাজে করিশ্মা কপূর।
এবার বড়দিনে একটা নয়, অনেক কারণ আছে খুশি হওয়ার জন্য। এমনটা নিজেই ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন জাহ্নবী কপূর। সঙ্গে দিয়েছেন এই ছবিটি।
বিশাল বড় এক ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে সবাইকে বড়দিনের উইশ করলেন ভূমি পেদনেকর।