প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেলের মেয়ের বিয়ে, সঙ্গীত অনুষ্ঠানে বলিউড ও ক্রিকেটারদের ঢল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2018 02:40 PM (IST)
1
সস্ত্রীক কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। (সব ছবি: মানব মঙ্গলানি)
2
অনু মালিক।
3
সোফি চৌধুরী।
4
টেলিভিশন তারকা কর্ণ টক্কর।
5
পরিচালক সুভাষ ঘাই।
6
প্রাক্তন পেসার ইরফান পাঠান, ছোট্ট ছেলের সঙ্গে।
7
সোনু কে টিটু কি সুইটি ছবির নায়িকা নুসরত ভারুচা।
8
সলমন খানের বোন অর্পিতা শর্মা।
9
বোলার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে দেখা গেল যুবরাজ সিংহকে।
10
পার্টিতে যাঁরা সকলের আগে পৌঁছন তাঁদের মধ্যে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা।
11
প্রাক্তন মন্ত্রী প্রফুল প্যাটেলের মেয়ে পূর্ণার সঙ্গীত অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। রাজনীতিক, শিল্পপতিরা তো ছিলেনই, ছিলেন বলি তারকা ও ক্রিকেটাররাও। প্রফুল এনসিপির শীর্ষস্তরের নেতা, ইউপিএ আমলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও ছিলেন।