পুঁজি ভেঙে করোনা তহবিলে ২৫ কোটি ডোনেশান অক্ষয়ের, প্রশংসায় প্রধানমন্ত্রী থেকে মাধবন, টুইঙ্কেল, হার্দিক, দান করলেন বাকি তারকারাও
কমেডিয়ান কপিল শর্মা ৫০ লক্ষ টাকা দেবেন কেন্দ্রীয় তহবিলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুমার শানু তহবিলে ৫ লাখ টাকা দিয়েছেন
বিজেপি সাংসদ হেমা মালিনী ১ কোটি দেবেন ত্রাণ তহবিলে
সানি দেওল দেবেন ৫০ লাখ টাকা
ইমোজি দিয়ে অক্ষয়কে সাধুবাদ জানিয়েছেন রঙ্গোলিও।
করোনা-সঙ্কটে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারকারা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন অক্ষয় কুমার।
করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করায় বলিউড তারকা অক্ষয় কুমারের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য হার্দিক। হার্দিক ট্যুইটে অক্ষয়ের উদ্দেশে লিখেছেন, ‘এরপর থেকে তুমিই আমার বাস্তব জীবনের নায়ক। তোমার জন্য শুধু শ্রদ্ধা।’
গায়ক আমল মালিকও প্রশংসা করেছেন অক্ষয়ের।
বরুণ ধবনও দিয়েছেন ৩০লক্ষ টাকা।
ট্যুইটারে অক্ষয়ের প্রশংসা করেছেন মাধবনও।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ‘পিএম কেয়ারস’ ২৫ কোটি টাকা দেওয়ার কথা জানিয়ে ভক্তদের প্রশংসা পাচ্ছেন অক্ষয় কুমার। স্ত্রী টুইঙ্কল খন্না শনিবার টুইট করেছেন, ‘‘আমি ওঁর কাজে গর্বিত।’’
এই বিপুল অঙ্কের টাকা তহবিলে দান করার জন্য অক্ষয়কে ট্যুইট করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সলমন খান ঠিক করেছেন, লকডাউনে বেরোজগার হওয়া বলিউডের সঙ্গে যুক্ত ২৫,০০০ বিহারী মজুরদের সাহায্য করবেন তিনি।
টাকা দিয়েছেন আয়ুষ্মান খুরানাও। কিন্তু তিনি ঠিক কত টাকা দিয়েছেন সে বিষয়ে খোলসা করে জনসমক্ষে বলতে চাননি আয়ুষ্মান।
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে এ বার করোনা মোকাবিলায় অর্থসাহায্য করলেন রাজকুমার রাও। করোনার মোকাবিলায় হাত বাড়িয়ে দিলেন আর এক অভিনেতা রাজকুমার রাও। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ দান করলেন এই অভিনেতা।
হৃত্বিক রোশন এন-৯৫ মাস্ক দিয়েছেন বৃহন্মুম্বই পুরসভার কর্মী অন্য সেবাকর্মীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -