ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দিতে রাজি হননি যে বলি তারকারা
অভিনেত্রী কাল্কি কোয়েচলিনও বলেছেন, পৃথিবীতে এমন বহু মানুষ আছেন, যাঁরা ফর্সা নন কিন্তু মনের দিক থেকে সুন্দর। এ ধরনের বিজ্ঞাপন আমাদের বিশ্বাস করায়, সৌন্দর্য শুধু গায়ের রঙেই সীমাবদ্ধ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরণবীর হুডাও প্রত্যাখ্যান করেছেন এ ধরনের বিজ্ঞাপন। তাঁর কথায়, রং ফর্সা হলেই যে সুন্দর, তা বিশ্বাস করেন না তিনি।
২০১৫-য় ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার প্রস্তাব পান স্বরা ভাস্কর। তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, এতে সমাজে নেতিবাচকতা বাড়াবে, বাড়াবে বর্ণবিদ্বেষ। প্রত্যেকের উচিত, নিজে যা, তাতে খুশি থাকা।
কঙ্গনা রানাওয়াত ২ কোটি টাকার অফার পেয়েছিলেন এমনই এক বিজ্ঞাপনের জন্য। কিন্তু তিনি পরিষ্কার জানান, ছোটবেলা থেকেই রং ফর্সা করার প্রয়োজনীয়তা তাঁর মাথায় ঢোকে না।
২০১১ সালে রণবীর কপূর এক ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের অফার পান। কিন্তু রণবীর জানিয়ে দেন, এ ধরনের বিজ্ঞাপন বর্ণবিদ্বেষ বাড়ায় বলে তাঁর বিশ্বাস।
সবাই স্রোতের উল্টো পথে হাঁটার সাহস পান না। কেউ কেউ কিন্তু পান। মোটা অর্থের প্রলোভন অস্বীকার করে তাঁরা দৃঢ় থাকেন আদর্শে। অভয় দেওল ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেওয়ার জন্য শাহরুখ খান থেকে দীপিকা পাড়ুকোন- সকলকে দুষেছেন। কিন্তু এমন অভিনেতা-অভিনেত্রীও আছেন, রং ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন দেননি যাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -