এঁরা বলিউডের মহার্ঘ্যতম আইটেম গার্ল
চিত্রাঙ্গদা সিংহও নেচেছেন আইটেম ডান্স। কাফিরানা ছবিতে আইটেম নাম্বারের জন্য নিয়েছেন ৬০ লাখ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২টো আইটেম ডান্সের জন্য মল্লিকা শেরাওয়াত নেন ৩ কোটি টাকা।
ওঙ্কারা ছবির বিড়ি জ্বালাইলে নাচের জন্য বিপাশা বসু নেন ৬০ লাখ টাকা।
পার্টি অল নাইটে স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য সোনাক্ষী সিংহ নিয়েছেন ৬ কোটি টাকা।
চিকনি চামেলি-র পারফরম্যান্সের জন্য ক্যাটরিনা কাইফ নেন ৫০ লাখ টাকা।
বাবলি বদমাশ গানে নাচের জন্য প্রিয়ঙ্কা চোপড়াও নেন ৩ কোটি টাকা।
জ্যাকলিন ফার্নান্ডেজ নিয়েছেন ৩ কোটি টাকা।
হলকট জওয়ানি গানে নাচের জন্য করিনা কপূর নিয়েছিলেন ৫ কোটি টাকা।
বলিউডে কেরিয়ারের শুরুতে আইটেম ডান্স পিছু ২৫ লাখ নিতেন সানি লিওন। এখন নেন ৩ কোটি।
আইটেম গার্ল বললেই মনে পড়ে মালাইকা অরোরার কথা। নাচ পিছু তিনি নেন ১ কোটি টাকা করে।
Bollywood’s highly paid item girls এঁরা বলিউডের মহার্ঘ্যতম আইটেম গার্ল বলিউডে নায়ক নায়িকা, ভিলেনদের পাশাপাশি আইটেম গার্লদের নিয়েও কাড়াকাড়ি যথেষ্ট। ছবিতে যৌনতার পরশ দিতে এঁরা এক একজন প্রচুর অর্থ দাবি করেন। দেখে নিন এমনই কয়েকজন বহুমূল্য আইটেম গার্লকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -