শ্রীদেবীর স্মৃতিতে চোখে জল বনি-অনিল কপূরের, বাবাকে সামলালেন অর্জুন কপূর
বনি কপূরকে জড়িয়ে ধরে তাঁকে সামলান ছেলে অর্জুন। (ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্জুন এগিয়ে গিয়ে বাবার পাশে দাঁড়ান।
আইফার অনুষ্ঠানে বাবাকে কাঁদতে দেখে তাঁকে সামলানোর চেষ্টা করেন অর্জুন।
বনি কপূরের ভাগ্নের বিয়ে উপলক্ষ্যে দুবাইতে গিয়েছিলেন শ্রীদেবী। (ছবি-মানব মঙ্গলানি)
বাথটবে ডুবে গিয়ে মৃত্যু হয় তাঁর। (ছবি-মানব মঙ্গলানি)
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের একটি হোটেলে আচমকা মৃত্যু হয় শ্রীদেবীর।(ছবি-মানব মঙ্গলানি)
দাদার চোখে জল দেখে অনিল কপূরও আবেগপ্রবণ হয়ে পড়েন। (ছবি-মানব মঙ্গলানি)
শ্রীদেবীর অভাব বনির চেহারায় স্পষ্ট দেখা যায়। (ছবি-মানব মঙ্গলানি)
শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুন ও অনিল কপূর বনি ও তাঁর দুই মেয়ের খেয়াল রাখেন।(ছবি-মানব মঙ্গলানি)
আইফা-তে সুন্দর পারফর্ম করতে দেখা যাবে অর্জুনকে। (ছবি-মানব মঙ্গলানি)
যদিও অন্যান্য দিনের মতো অনুষ্ঠানেও বাবা বনিকে সামলালেন অর্জুন। (ছবি-মানব মঙ্গলানি)
পুরো কপূর পরিবারই তখন শ্রীদেবীর স্মৃতিতে ডুবে গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি) বাবার চোখে জল দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না অর্জুন কপূর। (ছবি-মানব মঙ্গলানি)
আসলে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর এটাই প্রথম আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। তাই প্রয়াত স্ত্রীর কথা মনে পড়ায় বনি কেঁদে ফেলেন। (ছবি-মানব মঙ্গলানি) অনুষ্ঠানে বনি কপূরকে পুরস্কার দিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন অনিল কপূর। (ছবি-মানব মঙ্গলানি)
তাঁকে আবেগবিহ্বল হতে দেখে ভাই অনিল কপূর ও ছেলে অর্জুন কপূরও চোখে জল ধরে রাখতে পারলেন না। (ছবি-মানব মঙ্গলানি)
আইফা অ্যাওয়ার্ডসের জন্য বলিউড তারকারা এখন ব্যাংককে রয়েছেন। সেখানে জমিয়ে মজা করছেন তাঁরা। এরইমধ্যে আবেগপ্রবণ হয়ে পড়লেন চলচ্চিত্র নির্মাতা বনি কপূর। (ছবি-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -