এই সিগারেটের বাক্স বিক্রি হল ২৭ হাজার ডলারে, কেন জানতে ক্লিক করুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2018 11:52 AM (IST)
1
একটা সিগারেটের বাক্স, যার নিলামে দর উঠল ২৭ হাজার ডলার। সেই দামেই বিক্রি হল ওই সিগারের বাক্স।তবে এই সিগারের বাক্সর তাত্পর্য, এটা কিউবার বিপ্লবী নেতা তথা সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর ব্যক্তিগত কালেকশনের।
2
কাঠের ওই সিগার বাক্সে কিউবার বিপ্লবী নেতার সই আছে। সঙ্গে একটি ছবিও আছে, যেটাতে দেখা যাচ্ছে কাস্ত্রো সই করে বাক্সটি বিশ্বপ্রেমিক ডক্টর ইভা হালেরকে দিচ্ছেন। সালটা ২০০২।
3
প্রতিটি সিগারের নীচেই প্রস্তুতকারক সংস্থার চিহ্ন রয়েছে
4
বাক্সর মধ্যে ২৪টি সিগার রয়েছে।