দেখুন! গত বছর বক্স অফিসে সবথেকে বেশি রোজগার করেছে কোন কোন ছবি
বছর শেষে বক্স অফিস মাতিয়ে দিয়েছে টাইগার জিন্দা হ্যায়। প্রথম কয়েকদিনেই তা টপকে গিয়েছে ২০০ কোটি টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯ নম্বরে রয়েছে জলি এল এল বি ২। রোজগার ১১৭ কোটি টাকা।
বদ্রীনাথ কি দুলহনিয়াও ১০০ কোটির ক্লাবে ঢুকেছে। রোজগার করেছে ১১৬.৬০ কোটি টাকা।
১০০ কোটির ওপর ব্যবসা করেছে সলমন খানের ছবি টিউবলাইটও। কিন্তু ইদে মুক্তি পাওয়ার সুবিধেকে বিশেষ কাজে লাগাতে পারেনি এই ছবি। ব্যবসা করেছে ১২১.২৫ কোটি টাকার।
টয়লেট: এক প্রেম কথার রোজগার ১২৫ কোটি টাকা।
রইসের সঙ্গে একই দিনে মুক্তি পায় হৃতিক রোশনের কাবিল। ২ দৃষ্টিহীন যুবক যুবতীর প্রেম ও প্রতিহিংসার এই ছবি ১২৬.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে।
দেশে ১৩৯ কোটি টাকা রোজগার করেছে শাহরুখ খানের রইস। বক্স অফিসের হিসেবে চতুর্থ।
সলমন খানের ১৯৯৭-এর সুপারহিট ছবি জুড়ওয়ার রিমেক জুড়ওয়া ২ মুক্তি পায় গত বছর। ব্যবসার দিক থেকে এই ছবি রয়েছে ৩ নম্বরে।
গোলমাল সিরিজের চতুর্থ ছবি গোলমাল এগেন। বক্স অফিসে হইচই ফেলে দিয়ে ২০৫ কোটি টাকা রোজগার করেছে এই কমেডি ছবি।
মুক্তি পাওয়ার অল্পদিনের মধ্যে সব রেকর্ড ভেঙে ফেলে বাহুবলী: দ্য বিগিনিংয়ের সিকোয়েল বাহুবলী: দ্য কনক্লুশন। শুধু এ দেশেই বাহুবলী ২ রোজগার করেছে ৫১১.৩০ কোটি টাকা।
সদ্য শেষ হওয়া ২০১৭-য় বেশ কয়েকটি বলিউড ছবি ১০০ কোটির হিট ক্লাবে নাম লিখিয়েছে। তবে সব রেকর্ড ভেঙে বলিউডের থেকে অনেক এগিয়ে রয়েছে দক্ষিণী ছবি বাহুবলী। দেখে নেওয়া যাক, কোন কোন ছবি জায়গা করে নিতে পেরেছে সব থেকে বেশি রোজগার করা প্রথম দশের তালিকায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -