বক্সিংয়ের কিংবদন্তি মহম্মদ আলির কিছু উক্তিই প্রমাণ করে, কেন তিনি ‘দ্য গ্রেটেস্ট’
‘বাড়িতে আমি খুব ভাল মানুষ। কিন্তু আমি সেটা বাইরের কাউকে জানাতে চাই না। কারণ, বিনয়ী ব্যক্তিরা জীবনে বেশিদূর যেতে পারে না।’ ছবি সৌজন্যে এএফপি
‘কখনও ক্যাসিয়াস ক্লে-র বিরুদ্ধে বাজি ধরতে যাবে না। কারণ, তাহলে ভাগ্য কোনওদিন তোমার সঙ্গ দেবে না।’ ছবি সৌজন্যে এএফপি
‘আমি-ই আমার জীবনে শ্রেষ্ঠ। আমি গোটা বিশ্বের রাজা। আমি খারাপ মানুষ। কিন্তু আমিই সবচেয়ে সুন্দর মানুষ।’ ছবি সৌজন্যে এএফপি
‘আমি অনেক ভুল করেছি। কিন্তু আমি যদি কোনও একজনের জীবনেও ভাল কোনও বদল এনে থাকতে পারি, তাহলে আমার জীবন বৃথা নয়।’ ছবি সৌজন্যে এএফপি
‘কেউ যদি পচা পাউরুটি থেকে পেনিসিলিন তৈরি করতে পারে, তাহলে সেই ব্যক্তি তোমাকেও যা ইচ্ছা বানিয়ে দিতে পারে।’ ছবি সৌজন্যে এএফপি
‘বন্ধুত্ব স্কুলে শেখা যায় না বা শেখানো হয় না। কিন্তু তুমি যদি বন্ধুত্বের মানে না জেনে থাক, তাহলে কিছুই শিখতে পারনি।’ ছবি সৌজন্যে এএফপি
‘যে মানুষ জানে হারতে কেমন লাগে একমাত্র সে-ই নিজের আত্মার গভীরতম স্থানে নেমে যেতে পারে। সে যখন ফিরে আসে তখন তার কাছে বাড়তি শক্তি থাকে। এই শক্তিই সমান সমান অবস্থা থেকে ম্যাচ জিততে সাহায্য করে।’ ছবি সৌজন্যে এএফপি
‘আমি বিশ্বের সর্বত্র গিয়েছি, সবকিছু দেখেছি। একজন মানুষের যা যা থাকতে পারে তা সবই আমার ছিল।’ ছবি সৌজন্যে এএফপি
‘তুমি যদি কোনওদিন আমাকে হারানোর স্বপ্নও দেখ, তাহলে ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নেওয়াই ভাল।’ ছবি সৌজন্যে এএফপি
মহম্মদ আলির আত্মার শান্তি হোক। ছবি সৌজন্যে এএফপি
ক্যাসিয়াস ক্লে ওরফে মহম্মদ আলি ৩২ বছর ধরে পার্কিসসন’স ডিজিজের সঙ্গে লড়াই করেছেন। তাঁর লড়াই এতদিনে শেষ হল। ছবি সৌজন্যে এএফপি
‘প্রজাপতির মতো উড়ে বেড়াও, মৌমাছির মতো হুল ফোটাও।’ ছবি সৌজন্যে এএফপি