ব্রহ্মাস্ত্র: বুলগারিয়ায় আলিয়া-রণবীরের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন দক্ষিণী তারকা নাগার্জুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2018 07:59 AM (IST)
1
2
আলিয়া মাঝে মধ্যেই পোস্ট করছেন শ্যুটিংয়ের সময়কার ছবি।
3
বুলগারিয়ায় রওনা হওয়ার আগে ছবির আর এক চরিত্র মৌনী রায় পোস্ট করেন নাগার্জুনের সঙ্গে এই ছবিটি।
4
আলিয়া-রণবীরের ঘনিষ্ঠতা চোখে পড়ার মত।
5
আলিয়া, রণবীর ও নাগার্জুন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে।
6
ব্রহ্মাস্ত্র টিম।
7
১৫ বছর পর বলিউডে দেখা যাবে তাঁকে। ব্রহ্মাস্ত্র টিমের সঙ্গে রবিবার মধ্যাহ্নভোজ সেরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
8
বুলগারিয়ায় ছবির শ্যুটিংয়ে যোগ দিয়েছেন নাগার্জুন।
9
আলিয়া ভট্ট, রণবীর কপূরের ছবি ব্রহ্মাস্ত্রে ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের মত মেগাস্টার যোগ দিয়েছেন। তারকা তালিকায় প্রযোজক কর্ণ জোহরের নয়া সংযোজন তেলুগু সুপারস্টার নাগার্জুন।