বলিউডে কাজ করতে চান ব্রাভো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2016 01:52 PM (IST)
1
হিন্দি ছবি তো দেখেনই। কিছু হিন্দি শব্দও নাকি বলতে পারেন তিনি
2
কোনও ফিল্মস্টারকে সবথেকে পছন্দ ব্রাভোর? জবাবে তিনি জানিয়েছেন, সলমন খান, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কথা
3
ব্রাভো আরও জানিয়েছেন, বলিউডে অভিনয়ের কিছু প্রস্তাব তাঁর কাছে এসেছে কিন্তু সবই রয়েছে প্রাথমিক পর্যায়ে
4
ব্রাভোর গাওয়া গান ‘চ্যাম্পিয়ন’ এখন ইন্টারনেটে দারুণ হিট। ব্রাভো জানিয়েছেন, ফ্যানদের তিনি বলতে চান, স্বপ্ন দেখা কখনও থামাবেন না
5
ওয়েস্টইন্ডিজের বর্ণময় ক্রিকেটার ডয়েন ব্রাভো জানিয়েছেন, হিন্দি ছবির জগতে প্রবেশ করার স্বপ্ন দেখেন তিনি