বিবস্ত্র অবস্থায় সমুদ্রের ধারে বিয়ে করলেন এই দম্পতি
তবে নগ্ন এই বিয়েতে আসতে পারেননি বাড়ির লোকজন ও বন্ধুরা। তাই বিয়ের পর সকলকে নিয়ে পার্টি দেন নবদম্পতি। তখন স্বাভাবিক পোশাকেই তাঁরা জনসমক্ষে আসেন।
ইতালির সার্ডিনিয়া উপকূলে হল বিয়ে। পোশাক বলতে কনের পরনে ছিল সাদা ওড়না আর বরের বো টাই।
ভাবছেন এ আর বিশেষ কী। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়, তাঁরা বিয়ে করলেন বিবস্ত্র হয়ে। এতে নাকি বিয়ে সংক্রান্ত মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যাবে।
দুজনের জন্মদিন একই তারিখ। সেদিনই বিয়ে করলেন তাঁরা, সমুদ্রের ধারে, বালির ওপর।
পাত্রীর বয়স ২৯, পেশায় দাঁতের ডাক্তার, নাম অ্যাঙ্কুয়া আর্সন। আর পাত্র ৩৪, নাম ভ্যালেনন্টাইন, পেশায় সফটওয়্যার ডেভেলপার।
বিয়ে করার সময় সকলের মাথায় ঘোরে অভিনব কিছু করার কথা। যা হবে আর পাঁচটা বিয়ের থেকে এক্কেবারে আলাদা। তাই কেউ বিয়ে করেন বিদেশে গিয়ে, আঞ্চলিক রীতি মেনে, আবার কেউ বিয়ে করেন সমুদ্রের তলায়। কিন্তু এই দম্পতি বিয়ে করার কথা ভাবলেন একদম অন্য রকমভাবে।