বিয়ে: নানা দেশে, নানাভাবে
কিরগিজস্তানে বিয়ের নিয়ম আবার ভয়ঙ্কর। এই রীতি আজও চলছে। বিয়ের আগে পাত্রকে তার ভাবী স্ত্রীকে ধর্ষণ করতে হয়। ধর্ষণের পর মেয়েটি তার স্ত্রী হয়ে যায়। এই আদিম নিয়ম নিষিদ্ধ করে কিরগিজস্তান সরকার। কিন্তু সমাজে তা এখনও প্রচলিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফ্রান্সে চাইলে মৃতকেও বিয়ে করা সম্ভব। আইন বলছে, মৃত ব্যক্তিকে বিয়ে করতে পারবেন আপনি।
দক্ষিণ কোরিয়ায় পাত্রকে বেঁধে মাচায় শোয়ানো হয়। তারপর তার বন্ধু থেকে আত্মীয়স্বজন- সব্বাই বেচারার পায়ের তলায় আখপেটা করে। কী সাংঘাতিক!
সৌদি আরবের বিবাহযোগ্য পাত্ররা বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারের মেয়েদের বিয়ে করতে পারবেন না।
গ্রিসে নিজের বিয়ের ঘোষণা নিজেকেই করতে হয়। কীভাবে জানেন? হবু দম্পতি একখণ্ড কাগজে নিজেদের নাম লিখে শহরের কোনও সরকারি অফিসের দরজার বাইরে আটকে দেয়। ১০দিন কাগজ ওখানেই থাকলে বিয়ে ফাইনাল।
জাপানে বড় ভাই চাইলে ছোট ভাইয়ের বান্ধবীকে বিয়ের জন্য প্রপোজ করতে পারে। এটা আইনসম্মত।
ভারত সহ বিশ্বের বহু দেশে বিয়েকে মনে করা হয় পবিত্র একটি সম্পর্ক। কিন্তু এমন কয়েকটি দেশ আছে, যেখানে বিয়ের সঙ্গে জড়িয়ে আছে নানা অদ্ভূত নিয়মকানুন। চলুন, জেনে নিই, এমনই কিছু দেশের বিয়ের কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -