প্রাক্তন স্বামীর নতুন স্ত্রীকে ‘অপমান’, দুবাইতে গ্রেফতার মহিলা, দোষী প্রমাণিত হলে হতে পারে জেল ও জরিমানা
সংযুক্ত আরব আমিরশাহীর সাইবার অপরাধ আইন অনুসারে, সোশ্যাল মিডিয়ায় কোনও ব্যক্তি কারুর সম্পর্কে অপশব্দ প্রয়োগ করেন, তাহলে তাঁর কারাদণ্ডের সঙ্গে জরিমানাও হতে পারে। বিমানবন্দরে যখন শাহরাবেশকে গ্রেফতার করা হয়, তখন তাঁর সঙ্গে ছিল ১৪ বছরের মেয়ে প্যারিস। তাকে একাই লন্ডনে ফিরতে হয়। এরপর সে তার মায়ের মুক্তির জন্য দুবাই কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে। এ ব্যাপারে এক আবেগপূর্ণ ভাষায় চিঠি লিখেছে প্যারিস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওই ছবিতে শাহরাবেশ ফারসিতে মন্তব্য করেছিলেন- ‘এই ঘোড়ার জন্য তুমি আমাকে ছেড়ে দিলে...’।
ফেসবুকে ছবি দেখে শাহরাবেশ তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যাপারে জানতে পারেন।
এরপর তিনি তাঁর কন্যাসন্তানকে নিয়ে ইংল্যান্ডে ফিরে আসেন। স্বামী রয়ে যান সংযুক্ত আরবআমিরশাহীতে। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ১৮ বছর আগে প্রাক্তন স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল শাহরাবেশের। বিয়ের পর আট মাস তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে ছিলেন।
প্রাক্তন স্বামীর অন্তিম সংস্কার সেরে ফেরার পথে লালেহ শাহরাবেশ (৫৫) নামে ওই মহিলাকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। আসলে ২০১৬-তে শাহরাবেশের প্রাক্তন স্বামী নিজের ফেসবুক পেজে দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে মন্তব্য করেছিলেন শাহরাবেশ। আর ওই মন্তব্যের বিষয়ে মামলার মুখোমুখি হতে হবে তাঁকে।
প্রাক্তন স্বামীর নতুন স্ত্রীকে ফেসবুক পোস্টে ঘোড়া বলে অপমান করার কারণে দুবাইয়ে আটক করা হল এক মহিলাকে। ছবি: Twitter, mynewsdesk.com & Detained in Dubai
- - - - - - - - - Advertisement - - - - - - - - -