পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ছক বানচাল করল বিএসএফ
নোটবাতিলের ১০০ দিন পর যেভাবে একেবারে আসলের মত নকল নোট বাজারে চলে এসেছে, তাতে চিন্তিত গোয়েন্দা সংস্থাগুলি। বিএসএফ জানিয়েছে, এ ব্যাপারে তারা বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে কথা বলবে।
মালদা থেকে গ্রেফতার জাল নোটের কারবারি ওমর ফারুক সীমান্ত রক্ষী বাহিনীকে জানায়, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে নকল নোট এ রাজ্যে ঢুকছে। চুড়িয়ন্তপুর বর্ডার পোস্টের আশপাশের এলাকায় তল্লাশি চালায় বিএসএফের দল।
বুধবার মালদহ জেলা থেকে ২ লাখ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছেন বিএসএফ জওয়ানরা। সব নোটই ২০০০ টাকায়। নকল নোটের এক কারবারি এ ব্যাপারে মুখ খুলেছে বিএসএফের কাছে।
বিএসএফ প্রকাশ্যে এনেছে এই নকল নোট ছাপানোর পরিকল্পনা।
পাকিস্তান চেষ্টা করছে, ভারতের সব শহরে ২০০০ টাকার নকল নোট পৌঁছে দিতে। শোনা যাচ্ছে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ছাপাচ্ছে এই নকল নোট। বাংলাদেশে হচ্ছে এই নোট ছাপানো। তারপর তা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চলে আসছে ভারতে।