জিও ফিচারফোনকে টক্কর দিতে বিএসএনএল ও মাইক্রোম্যাক্স নিয়ে এল 'Bharat-1’, দাম ২,২০০ টাকা, মাাসে ৯৭ টাকায় আনলিমিটেড ডেটা ও ভয়েস কল
আগামী ২০ অক্টোবর শুক্রবার থেকে এই ফোন খুচরো বিপণিগুলিতে পাওয়া যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিএসএনএলের সিএমডি অনুপম শ্রীবাস্তব বলেছেন, মাইক্রোম্যাক্সের সঙ্গে এই অংশীদারীর জন্য তাঁরা গর্বিত। এই কোম্পানির গ্রাহক সংখ্যা প্রায় ১৫ কোটি।এই সংখ্যা আরও বাড়ছে। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ভারত-১ ফোনের মাধ্যমে গ্রাহকরা ডেটা ও কলিং-এর এমন সুবিধা পাবেন, যা এর আগে তাঁরা পাননি।
মাইক্রোম্যাক্সের সহ প্রতিষ্ঠাতা রাহুল শর্মা বলেছেন, বিএসএনএল দেশের অন্যতম টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা। বিএসএনএলের নেটওয়ার্ক দেশের প্রতিটি কোণে রয়েছে।
কোম্পানি আরও বলেছে, এই ৪জি ফোন দেশের ডিজিটাল চাহিদা পূরণের কাজ করবে এবং ব্যবহারকারীদের খুবই কম দামে প্রতিমাসে ৯৭ টাকায় বিএসএনএল-এর আনলিমিটেড কল ও ডেটা পরিষেবা দেওয়া হবে। ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয় এমন ৫০ কোটি গ্রাহকের কাছে পৌঁছোনোর জন্যই ৪ জি ফোনের বিকল্প হিসেবে ভারত-১ ফোন নিয়ে আসা হয়েছে।
রিলায়েন্স জিও-র ৪জি ফিচারফোনকে টেক্কা দিতে এবার দেশীয় মোবাইল ব্র্যান্ড মাইক্রোম্যাক্স রাষ্ট্রায়ত্ত টেলি সংযোগ সংস্থা বিএসএনএল-এর সঙ্গে হাত মিলিয়ে নিয়ে এল তাদের বহুপ্রতিক্ষিত ভিওএলটিই স্মার্টফোন ভারত-১। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের ৫০ কোটির বেশি ফিচারফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই ফোন নিয়ে আসা হয়েছে। সবচেয়ে সুষ্ঠু মোবাইল পরিষেবা দিতে মাইক্রোম্যাক্স ও বিএসএনএল একযোগে কাজ করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -