যে মহিলারা একলা ঘুরতে ভালবাসেন, তাঁদের জন্য পারফেক্ট এই জায়গাগুলি...
ভূটান- ভূটানে পুরুষদের সমান ভাবা হয় মহিলাদের। ফলে, মহিলা পর্যটকদের জন্য ভীষণই সুরক্ষিত এই দেশ। ভূটানবাসী সাধারণত ভীষণই সহযোগিতাপূর্ণ হন। বিশেষ করে মহিলাদের সাহায্য করতে সর্বদা তৈরি থাকেন।
কসৌল- ভারতীয় ও বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা হল কসৌল। এটি অত্যন্ত সুন্দর জায়গা, যেখানে গেলে প্রকৃতির মাঝে আপনার মন শান্তি পাবে। এখানে আপনি ট্রেকিংয়ের মজাও নিতে পারেন। এই জায়গাটি মহিলাদের জন্য ছুটি কাটানোর নিরাপদ স্থানগুলির অন্যতম।
লাদাখ- মহিলা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা হল লাদাখ। এখানকার স্থানীয় মানুষ নিজেদের মধ্যেই মশগুল থাকেন। ঘুরতে আসা পর্যটকদের কখনই বিব্রত করেন না।
কুর্গ- ভারতের মিনি স্কটল্যান্ড বলেও পরিচিত কুর্গ। এখানকার স্থানীয় মানুষ বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন এবং মহিলাদের সাহায্যে অত্যন্ত সানন্দচিত্তে এগিয়ে আসেন। এখানে থাকতে গেলে চিন্তার কোনও কারণ নেই। কারণ, কুর্গে অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ থাকার জায়গা রয়েছে। সেখানে আপনি নিরাপদে থাকতে পারেন।
দার্জিলিং- ভারতে মহিলাদের ঘোরার জন্য অন্যতম সেরা জায়গা হল দার্জিলিং। সেখানকার স্থানীয় মানুষ অত্যন্ত সরল প্রকৃতির। অতিথিদের সম্মান করেন এবং সর্বদা সাহায্য করতে এগিয়ে আসেন। এখানে ঘোরার জন্য কোনও স্থানীয় গাইডের সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি।
যে সব একলা মহিলারা ঘুরতে যেতে চাইছেন, অথচ একা যেতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন, এখন তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ, আজ এমন কয়েকটি পর্যটন কেন্দ্র তুলে ধরা হল, যেখানে আনায়াসে কম খরচে এবং সর্বোপরি নিরাপদে একলা ঘুরতে যেতে পারেন মহিলারা।