বিকিনি না বুরকিনি: তর্ক থামার লক্ষণ নেই
তবে বুরকিনির ব্যবহার সঠিক ও সম্মানজনকভাবে বন্ধ করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন তিনি। পশ্চিমী দেশগুলিতে এই বিকিনি বনাম বুরকিনি যুদ্ধ কোনদিকে মোড় নেয়, সেটাই এখন প্রশ্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফ্রান্সের প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, বুরকিনি মহিলাদের ‘দাসত্বের প্রতীক’। যে মেয়ররা বুরকিনি নিষিদ্ধ করেছেন, তাঁদের সমর্থন করেছেন তিনি।
কেউ কেউ মনে করছেন, ফ্রান্সের বেশ কিছু শহরে বুরকিনি যেভাবে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তাতে ধর্মীয় সংঘর্ষ আরও বাড়তে পারে। ধর্মনিরপেক্ষ রীতিনীতি কঠোরভাবে মেনে চালু হয়েছে এই ব্যান। যদিও এতে সরকারের একাংশের আপত্তি রয়েছে।
নিষিদ্ধ বুরকিনি পরে সমুদ্রে আসায় ১১ ইউরো জরিমানা দিতে হয়েছে তাঁকে।
যে মহিলারে বুরকিনি খুলে ফেলতে বলা হয়, তাঁর নাম সিয়াম, ২ সন্তানের মা। ঠিকমত ‘সমুদ্রস্নানের পোশাক’ না পরায় তাঁকে জরিমানাও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফ্রান্সে একের পর এক জঙ্গি হামলার জেরে এ ধরনের সাবধানতা নিতে তারা বাধ্য।
ইউনিফর্মধারী পুলিশ এগিয়ে এসে এক মহিলাকে বুরকিনি খুলে ফেলতে বলছে। এই ছবি অনলাইনে ছড়িয়ে পড়তে বেজায় ক্ষুব্ধ মুসলিমরা।
মুসলিম মহিলাদের বুরকিনি স্নানপোশাককে বেআইনি ঘোষণা করা কতটা আইনসিদ্ধ? ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক কর্তারা সেটা খতিয়ে দেখছেন। তবে বিচে বিচে যেভাবে মুসলিম মহিলাদের বুরকিনি খুলে ফেলতে বাধ্য করা হচ্ছে, তাতে রীতিমত চটেছে মুসলিম বিশ্ব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -