আকাশ অম্বানি ও শ্লোকা মেহতার এগেজমেন্ট অনুষ্ঠানে বলিউডের তারকা সন্তান নাভ্যা, আরিয়ান ও সারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2018 10:41 AM (IST)
1
তিন সন্তান ও ভাবী পুত্রবধূর সঙ্গে নীতা অম্বানি।
2
3
4
5
6
7
8
9
সারাকে শিগগিরই দেখা যাবে বলিউডে। তাঁর প্রথম ছবি কেদারনাথ-এর কাজ শেষ, এখন রণবীর সিংহের বিপরীতে সিম্বা করছেন তিনি।
10
আরিয়ান বিদেশে পড়াশোনা করছেন, সংবাদমাধ্যমের সামনে থেকে কার্যত অনুপস্থিত তিনি।
11
মায়ের হাত ধরে আরিয়ান।
12
ছিলেন সারা আলি খান, সেফ আলি খানের মেয়ে।
13
14
ছিলেন আরিয়ানের বন্ধু অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাও, মা শ্বেতা নন্দার সঙ্গে।
15
মা গৌরীর সঙ্গে আকাশ অম্বানি ও শ্লোকা মেহতার এনগেজমেন্টে গিয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মুম্বইয়ের অ্যান্টিলায় অম্বানিদের বাসভবনে হয়ে গেল এই অনুষ্ঠান।