তাজমহল চত্বরে ড্রোন-ক্যামেরা ওড়ানোর সময় ধৃত কোরীয় পর্যটক
তাজমহলের সুরক্ষায় বড়সড় গলদ। তাজমহল ও তার সংলগ্ন সংরক্ষিত স্থানে বুধবার ড্রোন উড়িয়ে বিতর্কের সৃষ্টি করেন এক ব্যক্তি। এই খবর জানাজানি হতেই পুলিশ ও গোয়েন্দাদের রীতিমত ঘাম ছুটতে শুরু করে। এপর ড্রোনের খোঁজ করতে শুরু করে দেয় নিরাপত্তাকর্মীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুক্ষণ পর তাজমহলের পূর্ব গেটের হলুদ জোনে এক কোরীয় পর্যটককে দেখা যায় ড্রোন ওড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ। বাজেয়াপ্ত করা হয় ড্রোনটিও। পর্যটক দম্পতিকে জেরা করা হয়। জানা গিয়েছে, তার নাম চুন হাং চুল।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া নিবাসী বছর পঞ্চাশের এই পর্যটক পূর্ব গেটের প্রায় ৪০ মিটর দূর থেকে ওই ড্রোন ক্যামেরা উড়িয়েছিলেন। জানা গিয়েছে, ওই ক্যামেরা দিয়ে তাজমহলের ফোরকোর্টের ছবিও তোলা হয়। সিআইএসএফ জওয়ানরা সেই সময় তাঁকে ধরে ফেলেন।
আগরার জেলাশাসক স্থানীয় সব হোটেল ও লজে নির্দেশ পাঠিয়েছেন, যাতে সেখানে বলা হয় কোনও পর্যটক যেন ড্রোন না ওড়ান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -