কান চলচ্চিত্র উৎসব, দেখুন সব্যসাচীর কালো শাড়িতে কঙ্গনাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 May 2018 11:30 AM (IST)
1
2
৮ তারিখ সোনম কপূরের রিসেপশনে গিয়েছিলেন কঙ্গনা। গতকাল হাজির হন কানে। বিমানবন্দরে কালো পোশাকে দেখা যায় তাঁকে।
3
4
তাঁরা আলোচনা করেন ছবিতে মহিলাদের ভূমিকা নিয়ে।
5
6
৩ দিনের জন্য কান এসেছেন কঙ্গনা। আজও হাঁটবেন লাল কার্পেটে।
7
চলচ্চিত্র উৎসব চলাকালীন প্রসূন জোশীর সঙ্গে ছবি নিয়ে আলোচনায় বসেন কঙ্গনা।
8
9
জারদৌসি এই শাড়িটি তৈরি করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী। শাড়ির নাম আকাশ তারা।
10
কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার এসেই সকলের মন জিতে নিলেন কঙ্গনা রানাওয়াত। মিশমিশে কালো শাড়িতে তাঁর রেট্রো লুক চমকে দিয়েছে সিনে দুনিয়াকে।