দেখুন, ফ্রেঞ্চ রিভিয়েরায় ফুরফুরে মেজাজে নিক-প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2019 07:03 AM (IST)
1
দুজনে ধরা দিলেন রোম্যান্টক মেজাজে।
2
বিশেষ দিনের জন্য নিকের পছন্দ সাদা স্যুট।
3
হালকা আকাশি পাশাকে মন কেড়ে নিলেন পিগি চপস। সঙ্গে সাদা লেসের বেল্ট ও দুধ সাদা হ্যাট অনবদ্য।
4
ফ্রেঞ্চ রিভিয়েরায় সকালটা ছুটির মেজাজে কাটালেন যুগলে। সেই ছবি প্রিয়ঙ্কা পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
5
কান চলচ্চিতের উৎসবের রেড কার্পেটে ঢেউ তুলেছেন ভারতীয় সুন্দরী প্রিয়ঙ্কা চোপড়া। তারপর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কা সাক্ষাৎ করলেন ফ্রেঞ্চ রিভিয়েরায়।