কান-এ বেগুনি লিপস্টিকে অ্যাশ, টুইটারাইটদের কটাক্ষ প্রচুর জাম খেয়ে মঞ্চে এসেছিলেন তিনি
কারও কটাক্ষ এশিয়ান পেইন্টস দিয়ে রঙ করা হয়েছে অ্যাশের ঠোঁটে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারও মুখে শোনা গেছে কটাক্ষ। এক টুইটারাইট বলেছেন মনে হয় জাম খেয়ে রেড কার্পেটে এসেছিলেন অ্যাশ
কেউ করেছেন প্রশংসা
কিন্তু অ্যাশের নয়া এই ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভিন্ন মত দেখা গিয়েছে টুইটারাইটদের মধ্যে।
কিন্তু সেদিকে কারও নজরই যায়নি
‘সর্বজিৎ’-এ অ্যাশের সহ-অভিনেত্রী রিচা চাড্ডাও কান-এর মঞ্চে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর শাড়িতে।
কিন্তু সেখানে উপস্থিত ‘সর্বজিৎ’-এর দলের অন্য সদস্যদের থেকে ক্যামেরা সম্পূ্র্ণ ঘুরে যায় অ্যাশের দিকে। কারণ তাঁর বেগুনি লিপস্টিক এবং পোশাক
রবিবার কান চলচ্চিত্র উত্সবে অ্যাশের ছবি ‘সর্বজিৎ’-এর স্ক্রিনিং ছিল। সেখানেই ফ্লোরাল প্রিন্টের রামি কাদির ডিজাইন করা পোশাকে, বেগুনি লিপস্টিক লাগিয়ে মঞ্চে এসেছিলেন ঐশ্বর্য।
কান চলচ্চিত্র উত্সবের মঞ্চে এর আগে দুদিন নিজের স্টাইলে সকলকে মাত করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার তিনি রেড কার্পেটে হাঁটলেন বেগুনি রঙের লিপস্টিক পরে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -