কানের লাল কার্পেটে এক সঙ্গে নিক-প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2019 07:50 AM (IST)
1
এসেছেন কঙ্গনা রানাওয়াতও।
2
দীপিকা পাড়ুকোনও এসেছেন কানে।
3
4
5
প্রিয়ঙ্কার এই প্রথম কানে আগমন। প্রথম তাঁকে দেখা গেল ঝকমকে কালো গাউনে।
6
সব ছবি: ইনস্টাগ্রাম
7
লাল কার্পেটে নিক-প্রিয়ঙ্কা।
8
বৃষ্টির জন্য স্ত্রীর মাথায় ছাতা ধরতে ভোলেননি নিক।
9
তাঁর নো মেকআপ লুক ও চমৎকার হিরের গয়না ফ্রেঞ্চ রিভিয়েরার সকলের নজর কেড়ে নেয়।
10
প্রিয়ঙ্কা পরেছিলেন জর্জেস হোবেইকা গাউন। ঝিরঝিরে বৃষ্টি অগ্রাহ্য করে লাল কার্পেটে এসে দাঁড়ালেন তিনি।
11
সম্পূর্ণ সাদায় কান চলচ্চিত্র উৎসবে দেখা দিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। দেখুন তাঁদের কিছু ছবি।