দেখুন, পাকিস্তানে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর দেশজুড়ে উল্লাসের ছবি
ভারতীয় সেনাবাহিনী বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে। এই অভিযানে অন্তত ৪০ জন জঙ্গি নিহত হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউরি হামলার বদলা নিতেই এই অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বিহারের রাজধানী পটনায় সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে পথে নেমে উল্লাসে মেতে ওঠেন। তাঁদের আনন্দে নাচতে দেখা যায়।
মহারাষ্ট্রে বিজেপি-র দফতরের সামনের ছবি এটা। ভারতীয় সেনার সফল সার্জিক্যাল স্ট্রাইকের পর উচ্ছ্বাস বিজেপি কর্মীদের।
৪০ জন জঙ্গির মৃত্যুর খবর আসতেই পটকা ফাটিয়ে আনন্দ করতে থাকেন মানুষজন।
এই সার্জিক্যাল স্ট্রাইকের খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্তে উল্লাসের ছবি দেখা যাচ্ছে।
এই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলি একজোট হয়েছে। বিরোধী দলগুলিও ভারতীয় সেনার প্রশংসা করে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে।
জঙ্গি নিকেশ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -