দিল্লিতে 'পহেলে আপ', উৎসবে মাতলেন সমর্থকরা, দেখুন ছবি
আপ দলের হয়ে রাজেন্দ্র নগর থেকে প্রার্থী হয়েছিলেন রাঘব চড্ডা। কেন্দ্রে এগিয়ে থাকার খবর পেয়ে তাঁকে ঘিরে সমর্থকদের উল্লাস।আপ দলের হয়ে রাজেন্দ্র নগর থেকে প্রার্থী হয়েছিলেন রাঘব চড্ডা। কেন্দ্রে এগিয়ে থাকার খবর পেয়ে তাঁকে ঘিরে সমর্থকদের উল্লাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবির উড়িয়ে উৎসব আপ সমর্থকদের। (ছবি- এএনআই)
নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর পার্টি অফিস থেকেই সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কেজরিবাল। (ছবি- এএনআই)
বিকেলের মধ্যেই জানা যাবে দিল্লি বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল
চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার আগেই আনন্দে নাচ আপ সমর্থকদের। (ছবি- এএনআই)
কেবল দিল্লি নয়, আম আদমি পার্টির নির্বাচনী ফলাফলের উৎসব চলছে অমৃতসর, পঞ্জাব। মিষ্টি বিতরণ করে সেলিব্রেশনে যোগ দেন আপ সমর্থকরা। (ছবি- এএনআই)
আপ পার্টি সাজানো হয়েছে থিম রং নীল সাদা বেলুন-এ। (ছবি- এএনআই)
আজ সকাল থেকেই আম আদমি পার্টির প্রধান পার্টি অফিসে গোটা পরিবারকে উপস্থিত হয়েছেন অরবিন্দ কেজরিবাল। চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়া অবধি তিনি সম্ভবত সেখানেই থাকবেন । (ছবি- এএনআই)
ফলাফলে সদর্থক আভাস। আপ পার্টি অফিসের বাইরে সমর্থকদের নাচ।
ইতিমধ্যেই বিজয় উৎসব শুরু করে দিয়েছেন আম আদমি পার্টির সমর্থকরা। দেখে নিন সেলিব্রেশনের কিছু ছবি। (ছবি- এএনআই)
দিল্লিতে ফের ‘ঝাড়ু ঝড়ে’ –র আভাস। বিধানসভা নির্বাচনের সর্বশেষ গণনা অনুযায়ী ৬৩ আসনে এগিয়ে আছে আপ। বিজেপি এগিয়ে ৭টি আসন। এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি কংগ্রেস। ( ছবি- এএনআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -