পয়লা এপ্রিল থেকে চালু হওয়া কেন্দ্রের নয়া নিয়মে বাজারে সিগারেটের আকাল, বাড়তে পারে দাম !
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2016 12:33 PM (IST)
1
2
টিআইআই-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রের নতুন নিয়মের প্রভাবে সিগারেট উত্পাদন ধাক্কা খেয়েছে।
3
পয়লা এপ্রিল থেকে কেন্দ্রের নতুন নিয়ম চালু হয়েছে।
4
তাদের দাবি, ধর্মঘটে গেলে প্রতিদিন ৩৫০ কোটি টাকার ক্ষতি।
5
টিআইআই-এর সদস্য সংস্থাগুলি দেশের ৯৮ শতাংশ সিগারেট তৈরি করে।
6
এই নির্দেশ মানতে নারাজ প্রস্তুতকারক সংস্থাগুলি
7
প্যাকেটের ৮৫ শতাংশ জুড়ে ক্যানসারের সতর্কীকরণ সংক্রান্ত ছবি প্রকাশ করার নির্দেশ দিয়েছে সরকার।
8
পিটিআই সূত্রে খবর কেন্দ্রীয় আইনের প্রতিবাদে বিভিন্ন সিগারেট প্রস্তুতকারক সংস্থা তাঁদের সবকটি কারখানার উত্পাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
9
পয়লা এপ্রিল থেকে চালু হওয়া কেন্দ্রের নয়া নিয়মে বাজারে সিগারেটের আকাল বাড়তে পারে দাম !