'চাক দে' গার্ল ছোট্ট কোমল এখন লাস্যময়ী, ইন্ডিয়া বিচ ফ্যাশন উইকের শো স্টপার, ফের কাজ করতে চান শাহরুখের সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2017 09:51 AM (IST)
1
‘চাক দে ইন্ডিয়া’ ছবির ছোট্ট কোমল চৌতালা ওরফে চিত্রাশি রাওয়াতের কথা মনে পড়ে।
2
চিত্রাশির কথায় শাহরুখ সত্যিকারেরই বাদশা, তাঁর হাসি অসাধারণ। সুপারস্টারের কৌতুকবোধের ভক্ত তিনি।
3
‘চাক দে’-র পর আরও বেশ কিছু ছবি ও ছোটপর্দায় কাজ করলেও, লাস্যময়ী ফের বাদশার সঙ্গে কাজ করতে আগ্রহী
4
তিনি এখন লাস্যময়ী তরুণী, ইন্ডিয়া বিচ ফ্যাশন উইক ২০১৭-র শো স্টপার।
5
6
তাই তিনি ফের বাদশার সঙ্গে কাজ করতে চান বলেও জানিয়েছেন
7