Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চাঁদের আরও ছবি পাঠাল চন্দ্রযান ২, জানাল ইসরো
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২ সেপ্টেম্বর ল্যাডার অরবিটারের থেকে আলাদা হয়ে যাবে চন্দ্রযান। ৭ তারিখ চাঁদের দক্ষিণ মেরুতে আলতো লাফ দেবে।
চন্দ্রযান ২ ২২ জুলাই উৎক্ষিপ্ত হয়েছে মহাশূন্যে।
২৩ তারিখ চন্দ্রযান ২ চাঁদ থেকে ৪৩৭৫ কিলোমিটার ওপর থেকে নিয়েছে এই ছবি। প্রথম ছবি ইসরো প্রকাশ করে ২২ অগাস্ট।
এই গর্তগুলোর নাম রাখা হয়েছে বিশ্বখ্যাত বিজ্ঞানী ও মহাকাশযাত্রীদের নামে। মিত্র নামটি যেমন রাখা হয়েছে বাঙালি বিজ্ঞানী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত শিশিরকুমার মিত্র। তিনি আয়নমণ্ডল ও রেডিওফিজিক্স নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
চাঁদের পিঠের আরও ছবি পাঠাল চন্দ্রযান ২। তাতে দেখা যাচ্ছে, চাঁদের পিঠে বিরাট বিরাট গর্ত। নাম মিত্র, সোমারফিল্ড, কির্কউড, জ্যাকসন, মাক, কোরোলেব, প্লাসকেট ইত্যাদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -