দেখুন! রণবীরের নতুন বাড়ি, ডিজাইন করলেন গৌরী খান
শোনা যাচ্ছে, বন্ধুদের জন্য তিনি এবার হাউস পার্টি দেবেন!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদা গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফের সঙ্গে লিভ ইন করার জন্য বছর কয়েক আগে বাবা মা-র বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন রণবীর।
টুইট করেছেন ঋষি কপূরও।
নীতু গৌরীর এই ছবিটি শেয়ার করে লিখেছেন, “গৌরী খানের দুর্দান্ত কাজ দেখলাম!! তাঁর পছন্দ... ফিনিশিং.. সব কিছু অসাধারণ!!! তাঁর প্যাশন ফুটে বার হয় তাঁর কাজে!!”
রণবীরের বাবা মা ঋষি ও নীতু কপূরও বাড়ির সাজসজ্জায় দারুণ খুশি। গৌরীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
বাড়ির নাম ‘বাস্তু’। দেখুন, কেমনভাবে সাজানো হয়েছে লিভিং রুম।
রণবীরের নতুন বাড়ির ডিজাইন থেকে সাজানো-সবই করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী। ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন তার কয়েকটি ছবি।
ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পরেও আর বাবা মার কাছে ফিরে যাওয়ার কথা ভাবছেন না রণবীর কপূর। বরং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সাফল্যে উজ্জীবিত অভিনেতা সাজিয়ে নিয়েছেন তাঁর নতুন বাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -