বাজেট ৭৭৪ কোটি টাকা, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল সব থেকে দামি এই চিনা ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2018 10:04 AM (IST)
1
দ্বিতীয়বারেও অসুরা ভাল না চললে ১০.৫ কোটি ডলার লোকসান হবে। চলচ্চিত্রের ইতিহাসে সবথেকে ব্যর্থ ছবির তালিকায় নাম লেখাবে এটি।
2
পরিচালক ছবিটির ওপর নতুন করে কাজ করে তা ফের মুক্তির কথা ভাবছেন।
3
বৌদ্ধ পুরাণের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। এতে বলা হয়েছে পৌরাণিক স্বর্গীয় সাম্রাজ্যকে আক্রমণের হাত থেকে এক মেষপালকের বাঁচানোর গল্প।
4
বিবিসি রিপোর্ট বলছে, ৭৫ কোটি ইউয়ান বা ৭৭৪ কোটি টাকা(১১.২ কোটি ডলার) বাজেটের এই ছবি মুক্তির প্রথম সপ্তাহে ৫ কোটি ইউয়ানেরও কম রোজগার করেছে।
5
অসুরা। চিনের সবথেকে বড় বাজেটের ছবি। কিন্তু দর্শকদের ভালবাসা না পাওয়ায় সিনেমাহল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছবিটি।