দেখুন, সিনসিনাটির চিড়িয়াখানায় তিনটি ব্যাঘ্রশাবকের পরিচর্যায় অস্ট্রেলিয়ান শেফার্ড
সিনসিনাটি চিড়িয়াখানায় যাওয়া দর্শকরা ব্লেকলির সঙ্গে তিন ব্যাঘ্রশাবকের খেলা দেখতে পাচ্ছেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্লেকলি এই তিন ব্যাঘ্রশাবকের সঙ্গে খেলা করা ছাড়াও তাদের আচার-আচরণও শেখাচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানায় তিনটি বিরল মালয়েশিয়ান ব্যাঘ্রশাবককে দেখভাল করছে ৬ বছর বয়সি একটি পুরুষ অস্ট্রেলিয়ান শেফার্ড কুকুর
এই তিনটি ব্যাঘ্রশাবককে তাদের মা পরিত্যাগ করেছে। ব্লেকলি নামে এই কুকুরটি বেশ কিছুদিন ধরেই এই চিড়িয়াখানার শাবকদের লালন-পালন করে আসছে। সেভাবেই এই তিন ব্যাঘ্রশাবকের সঙ্গেও খেলা করছে ব্লেকলি
সিনসিনাটি চিড়িয়াখানার আধিকারিক ডন স্ট্র্যাসার বলেছেন, এই তিন ব্যাঘ্রশাবকের বয়স পাঁচ সপ্তাহ। ব্লেকলি তাদের যেভাবে লালন-পালন করছে তা কোনও মানুষের পক্ষে সম্ভব নয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -