সাগরদ্বীপের দক্ষিণে মাঝসমুদ্রে বিদেশি নাবিকের প্রাণ বাঁচাল উপকূলরক্ষী বাহিনী
এখানে বলে রাখা প্রয়োজন, আগামীকাল ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে উপকূল রক্ষী বাহিনী। মহা ধূমধামের সঙ্গে এই দিবস উদযাপন করছে বাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুপুর আড়াইটে নাগাদ ওই অফিসারকে হলদিয়ায় আনা হয়। পরে তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। এই প্রসঙ্গে কোস্টগার্ডের আঞ্চলিক প্রধান (উত্তরপূর্ব) আইজি কে আর নটিয়াল বাহিনীর প্রশংসা করেন।
দেশের উপকূলরক্ষী বাহিনীর মোটো হল ‘ব্যয়ম রক্ষম’। সংস্কৃত ভাষায় লেখা এই কথার বাংলা অর্থ হল, আমরা রক্ষা করি। বহুবার তার পরিচয় দিয়েছে বাহিনী। যেমন দিল মঙ্গলবার।
পরিস্থিতি এমন জায়গায় যায় যে, অবিলম্বে তাঁকে হাসপাতালে ভর্তি করাটা প্রয়োজন হয়ে পড়ে। অথচ, নিষেধাজ্ঞা থাকায় জাহাজটিকে বন্দরে আনা সম্ভব হয়নি।
উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, এদিন সাগর দ্বীপের ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের ওপর ভাসমান বিদেশি বাণিজ্য জাহাজ আল হাদবার প্রধান অফিসার নিহাদ আব্দুলরিধা আলওয়ান আচমকা হৃদরোগে আক্রান্ত হন।
এই পরিস্থিতিতে ত্রাতা হিসেবে এগিয়ে আসে উপকূলরক্ষী বাহিনী। খবর পেয়েই সকাল সাড়ে ৮টা নাগাদ ফাস্ট ইন্টারসেপ্টর বোট নিয়ে জাহাজের উদ্দেশে রওনা দেয় বাহিনীর একটি মেডিক্যাল টিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -