পকেটে মোটে কয়েক হাজার টাকা! এই দেশগুলিতে আপনি কিন্তু এতেই রাজা
জিম্বাবোয়ে: ১ টাকা জিম্বাবোয়ের ৫.৮৫ ডলারের সমান। এছাড়াও এই দেশে খাওয়া-দাওয়াও খুব সস্তা। কেননা, বর্তমানে জিম্বাবোয়ের মুদ্রাস্ফীতির হার প্রায় ১০০০ শতাংশ। এর ফলে জিম্বাবোয়ের মুদ্রার দাম কমে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিয়েতনাম: এই দেশেও ঘোরাফেরা, খাওয়া-দাওয়া, থাকা খুব স্বচ্ছন্দেই করতে পারেন। এখানকার মুদ্রা ডং। ৩৩৮.৩৫ ডং ১ টাকার সমতুল।
ভারতের অনেকেই আফসোস করেন যে, আমাদের আয় টাকাতে। ডলারে আয় হলে দারুন হত। কারণ, বিদেশে তো ডলারেই খরচ করতে হয়। আর টাকার তুলনায় ডলারের দাম অনেক বেশি। কিন্তু এমনও কতগুলি দেশ রয়েছে যেখানকার মুদ্রার দাম টাকার তুলনায় অনেক কম। সেখানে গেলে সামান্য কয়েক হাজার টাকাতেই নিজেকে রাজা-উজির মনে হবে। দেখুন সেই দেশগুলির তালিকা।
প্যারাগুয়ে: এদেশের মুদ্রা গুয়ারানির দাম ০.০১৪। বোঝার সুবিধার জন্য জেনে রাখুন যে, ১ টাকার দাম ৭৪.২৪ গুয়ারানি। এক সমীক্ষা অনুসারে, প্যাপাগুয়ে বিশ্বের সবচেয়ে সস্তা দেশ, যেখানে ভাড়া, খাওয়া-দাওয়া দারুন সস্তা। আর বিয়ার তো কারযত ফ্রিতেই পাওয়া যায়। তাহলে আর দেরি কিসের! প্যারাগুয়ে ঘুরে আসুন এবং মাত্র এক-দুই হাজার টাকাতেই দারুন মজা করতে পারবেন।
কোস্টারিকা: এ দেশের মুদ্রা কোলন। ভারতের ১ টাকা কোস্টারিকার ৮.১৫ কোলনের সমান। এই দেশ অত্যন্ত সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোস্টারিকা। এখানকার সমুদ্র উপকূল অসাধারণ। এখানে ঘোরাফেরা খুবই সুলভ। এখানে এলে টাকা আয়ের জন্য গর্ব হতে পারে।
কম্বোডিয়া: এ দেশের মুদ্রার নাম রিয়াল। ভারতীয় টাকা ৬৩.৯৩ রিয়ালের সমতুল। এখানে খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, থাকার খরচ খুবই সস্তা।ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও এই দেশ দারুন সম্বৃদ্ধ। কম্বোডিয়ার অঙ্কোরভাট মন্দির বিশ্বের সবচেয়ে বড় মন্দির।
বেলারুশ: রুবল বেলারুশের মুদ্রা। দুরন্ত মিউজিয়াম, জনপ্রিয় ক্যাফের জন্য পরিচিত এই দেশ। ১ টাকা ২১৬ রুবলের সমান। হ্রদ, জঙ্গল এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের মায়াভূমি বেলারুশ। স্বল্প অর্থে যদি পূর্ব ইউরোপে যেতে চান, তাহলে বেলারুশ হবে আপনার উপযুক্ত গন্তব্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -