দেখুন, সচিন, দ্রাবিড়, পন্টিংকে টপকে টেস্টে দ্রুততম ১১ হাজার রান কুকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2016 05:49 PM (IST)
1
১০ বছর ২৯০ দিন টেস্ট খেলেই ১১ হাজার রান করে ফেললেন কুক। তাঁর চেয়ে কম সময়ে কেউ এত রান করতে পারেননি
2
তবে এই রান করেই সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংদের টপকে গেলেন কুক
3
চেন্নাই টেস্টের প্রথম দিন অবশ্য মাত্র ১০ রান করেই আউট হন কুক
4
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান করলেন কুক। তাঁর আগে সচিন, দ্রাবিড়, পন্টিং, জ্যাক কালিস, কুমার সঙ্গাকারা, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল, মাহেলা জয়বর্ধনে এবং অ্যালান বর্ডার টেস্টে ১১ হাজার রান করেন
5
টেস্টে দ্রুততম ১১ হাজার রান করলেন ইংল্যান্ডের অধিনায়ক
6
চেন্নাই টেস্টে বড় রান করতে ব্যর্থ হলেও, এক অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক