রজনীকান্ত থেকে প্রভাস, পি ভি সিন্ধু, দেখে নিন করোনা ত্রাণে কে কত টাকা ডোনেশন দিলেন
অভিনেতা রাম চরণ এই সমস্যার জন্য ৭০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
৫০ লাখ টাকা দিচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
অভিনেতা প্রকাশ রাজ ও সহায়তার জন্য এগিয়ে এসেছিলেন। তিনি ২৫ কেজি ওজনের ১৫০ ব্যাগ চাল দান করেছিলেন।
এই বিপর্যয় মোকাবিলায় সরকারকে সহায়তা করতে পবন কল্যাণ ২ কোটি টাকা অনুদান দিয়েছেন। পবন কেন্দ্রীয় সরকারকে দিয়েছে এক কোটি টাকা। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, পবন রাজ্য সরকারগুলিকে পৃথক অনুদানও দিয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনা সরকারকেও ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
দক্ষিণ সুপারস্টার মহেশ বাবু করোনার বিপর্যয়ের জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন।
অভিনেতা কমল হাসান এই বিপর্যয়ে জনসেবার জন্য নিজের বাড়ি খোলার কথা ঘোষণা করেছেন। কমল হাসান বলেছিলেন যে তিনি তাঁর বাড়িটিকে অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করতে চান।
১ কোটি টাকা দিচ্ছেন অভিনেতা চিরঞ্জীবী।
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশাল আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে প্রায় সব দেশ। করোনার ত্রাণ তহবিলে সাহায্য করতে এবার এগিয়ে এলেন বহু তারকা। কোন তারকা কীভাবে সাহায্য করছেন, দেখে নিন।
৫ লাখ টাকা ত্রাণ তহবিলে দিচ্ছেন পি ভি সিন্ধু।
১ কোটি টাকা দিচ্ছেন ‘বাহুবলী’ প্রভাস।