থিম- করোনা থেকে লকডাউন, সুনীল গ্রোভারের মিমে মাতল সোশ্যাল মিডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2020 06:18 PM (IST)
1
রাশিফলেও করোনা আভাস।
2
অকারণে বাইরে গেলেই জুটতে পরে পুলিশের লাঠি। তাই নিয়েও মিম।
3
লকডাউনের সময় নাকি এমন দেখাচ্ছে মেয়েদের! নিজের মিম পোস্ট সুনীলের
4
মজার ছলেই দিলেন সুরক্ষার বার্তাও।
5
6
লকডাউনে রোজই বাড়িতে। নেই বিশেষ করে ছুটির দিন। তাই এমন ঘড়ি।
7
'ভাবুন তো, আপনার পোসপোর্ট অবধি নেই। অথচ আপনি একটি বিদেশী ভাইরাসে আক্রান্ত' এই কথা লিখে নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুনীল।
8
দেশ জুড়ে চলছে ২১ দিন ব্যাপী লকডাউন। করোনা প্রতিরোধে ঘরবন্দি সিংহভাগ মানুষ। বাড়িতে বসে সবার নজরই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সামনে এল কমেডিয়ান সুনীল গ্রোভার কি নিয়ে বানানো কিছু মিম। ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।