করোনা-যুদ্ধে কী করল এই খুদেরা, জানলে অবাক হবেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2020 08:52 AM (IST)
1
মিজোরামের এই ছেলেটিও জমানো টাকা দান করেছে করোনা যুদ্ধে।
2
এর আগেও মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছিল ময়ান।
3
মেঘালয়ের ছোট্ট ছেলে ময়ান আবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে ১৫০১ টাকা। নিজে ট্যুইট করে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
4
মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে এই টাকার পুঁটুলি।
5
খুশি হয়ে মন্ত্রীও বলেছেন, হেমন্তকে সাইকেল কিনে দেবেন।
6
৪ বছরের ছোট্ট হেমন্ত নিজের জমানো ৯৭১ টাকা তুলে দিয়েছে মন্ত্রী ভেঙ্কটরামাইয়ার হাতে।
7