ভারতীয় ক্রিকেটার ও তাঁদের সুন্দরী বান্ধবী বা স্ত্রীদের দেখব একনজরে
চলতি বছরেই মরিশাসে বাগদান পর্ব সারেন যুবরাজ সিংহ এবং হ্যাজেল কিচ। খুব শিগগিরি তাঁরা বিয়ে করবেন বলেও জানা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সেলিব্রিটি কাপল বলতে একনিমেষে যাঁদের নাম মনে পড়ে তাঁরা হলেন, অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। এক শ্যাম্পুর বিজ্ঞাপন তাঁদের দেখা ও প্রেমপর্বের শুরু। তারপর মাঝে ভেঙেও গিয়েছিল এই দুই জুটির সম্পর্ক। কিন্তু আবার তাঁরা একসঙ্গে।
মায়ানতি ল্যাঙ্গারের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সদস্য স্টুয়ার্ট বিনির বিয়েটা হয়েছিল ২০১২ সালে।
আয়েষা মুখোপাধ্যায় আগের একটি বিয়ে ছিল। পরে সেই স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন শিখর ধওয়ানকে। খেলা পাগল আয়েষার সঙ্গে ময়দানেই পরিচয় শিখরের।
২০১০ সালের ৪ জুলাই দেহরাদূনে এক গোপন অনুষ্ঠানে মহেন্দ্র সিংহ ধোনিকে বিয়ে করেছিলেন সাক্ষী। জিভা নামের তাঁদের একটি মিষ্টি কন্যা সন্তানও রয়েছে।
সুস্মিতা রায় ২০১৩ সালে বাংলার ক্রিকেট অধিনায়ক মনোজ তিওয়ারিকে বিয়ে করেন। তথ্য-প্রযুক্তি কর্মী সুস্মিতার সঙ্গে মনোজের পরিচয় খেলার মাঠেই
সাফা বেগ সম্প্রতি মক্কায় বিয়ে করেছেন ক্রিকেটার ইরফান পাঠানকে। ২ বছর আগে জেড্ডায় দু’জনের আলাপ। সাফা একাধারে মডেল, সাংবাদিক, নেল আর্টিস্ট এবং পিআর এক্সিকিউটিভ।
গীতা বসরা এবং হরভজন সিংহ একে অপরকে প্রেম নিবেদন করতে বেশ কয়েকবছর সময় নিলেও, বিয়ের পর বাবা-মা হতে বেশি সময় নেননি গীতা-ভাজ্জি। গত বছর বিয়ে হয়েছিল। দিন কয়েকআগেই লন্ডনের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গীতা।
২০১১ সালে দিল্লির এক ব্যবসায়ীর মেয়ে নাতাশাকে বিয়ে করেন গৌতম গম্ভীর। নাতাশা সম্পর্কে গৌতমের মাসতুতো বোন। কিন্তু, তাঁদের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায়নি আত্মিয়তার সম্পর্ক।
দীপিকা পাল্লিকালের সঙ্গে ক্রিকেটার দীনেশ কার্তিকের পরিচয়ও খেলার ময়দানে। এর আগে অবশ্য দীনেশ বিয়ে করে ছিলেন তাঁর ছোট্টবেলার বান্ধবীকে। তবে সেই বিয়ে টেকেনি। দীপিকা আবার দেশের গ্ল্যামারাস এক নম্বর স্কোয়াশ প্লেয়ার। সম্প্রতি দু’জনে বিয়ে করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -