দেখুন বিশ্বের সেরা এই ফুটবলারের স্প্যানিশ বান্ধবীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2018 07:51 AM (IST)
1
2
3
দুর্দান্ত নাচতেও পারেন তিনি। তবে এখন পুরো গুরুত্ব দিচ্ছেন মডেলিং কেরিয়ারে।
4
কেরিয়ারের শুরুতে ওয়েট্রেস ছিলেন জর্জিনা।
5
গত বছরই রোনাল্ডোর কন্যার জন্ম দিয়েছেন তিনি। এ নিয়ে চার সন্তানের বাবা হলেন রোনাল্ডো।
6
ইরিনার মত তিনিও পেশায় মডেল।
7
স্পেনের মেয়ে জর্জিনার বয়স ২৪।
8
রোনাল্ডোর পাশে থাকতে রাশিয়া গিয়েছেন জর্জিনা।
9
সুপার মডেল ইরিনা শায়কের সঙ্গে ৫ বছর প্রেম করেন রোনাল্ডো। কিন্তু এখন তাঁর সম্পর্ক তৈরি হয়েছে জর্জিনা রডরিগেজের সঙ্গে।
10
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনে অবশ্য ইনি প্রথম নারী নন। বহু মহিলার সঙ্গ পেয়েছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।
11
শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবল। দুনিয়ার সেরা খেলোয়াড়দের উৎসাহ দিতে রাশিয়া পৌঁছে গিয়েছেন তাঁদের স্ত্রী ও বান্ধবীরা। আজ আপনাদের আলাপ করাব বিশ্বের ধনীতম এই ফুটবলারের বান্ধবীর সঙ্গে।