আজব উপায়: কিউবায় এভাবেই মদ তৈরি করতে কন্ডোম ব্যবহার করে একটি পরিবার
এরপর কন্ডোম চুপসে গেলে উত্পাদনকারী বুঝে যান যে, বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। মদ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এবার বাজারজাত করার জন্য বটলিংয়ে কাজ শুরু হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার বোতলের উপকরণগুলির বিক্রিয়া হয় এবং গ্যাস উত্পাদন হয়। এতে কন্ডোম ফুলে ওঠে।
হাভানার একটি পরিবার বড় কাচের বোতলে আঙুল, আদা ও অন্যান্য উপকরণ মিশিয়ে ভরে রেখে এর মুখ কন্ডোম দিয়ে বন্ধ করে রাখছেন।
এজন্য অনেক ক্ষেত্রেই উদ্ভাবনমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে তেমনটাই করা হয়েছে।
বাণিজ্য ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক কারণে গৃহস্থালির বিভিন্ন উপকরণ পাওয়া যায় না।
এই ছবিতে কিউবার একটি পরিবারের মদ তৈরির চিত্র তুলে ধরা হয়েছে।
এই আজব ছবি কিউবার হাভানা শহরের। অনেকেরই জানা, কিউবা সিগার ও রামের জন্য বিখ্যাত
- - - - - - - - - Advertisement - - - - - - - - -