আজব উপায়: কিউবায় এভাবেই মদ তৈরি করতে কন্ডোম ব্যবহার করে একটি পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2017 02:46 PM (IST)
1
এরপর কন্ডোম চুপসে গেলে উত্পাদনকারী বুঝে যান যে, বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। মদ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এবার বাজারজাত করার জন্য বটলিংয়ে কাজ শুরু হয়।
2
এবার বোতলের উপকরণগুলির বিক্রিয়া হয় এবং গ্যাস উত্পাদন হয়। এতে কন্ডোম ফুলে ওঠে।
3
হাভানার একটি পরিবার বড় কাচের বোতলে আঙুল, আদা ও অন্যান্য উপকরণ মিশিয়ে ভরে রেখে এর মুখ কন্ডোম দিয়ে বন্ধ করে রাখছেন।
4
এজন্য অনেক ক্ষেত্রেই উদ্ভাবনমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে তেমনটাই করা হয়েছে।
5
বাণিজ্য ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক কারণে গৃহস্থালির বিভিন্ন উপকরণ পাওয়া যায় না।
6
এই ছবিতে কিউবার একটি পরিবারের মদ তৈরির চিত্র তুলে ধরা হয়েছে।
7
এই আজব ছবি কিউবার হাভানা শহরের। অনেকেরই জানা, কিউবা সিগার ও রামের জন্য বিখ্যাত