প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিনেতা আর্শাদ ওয়ারসি
৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন করেছে বলিউড। রজনীকান্ত, অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অজয় দেবগণ- বলিউড জানিয়েছে, এই সিদ্ধান্তে তারা খুশি। ব্যতিক্রম ‘মুন্নাভাই’-এর ‘সার্কিট’ আর্শাদ ওয়ারসি। একের পর এক টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় টুইটে আর্শাদ বলেছেন, নরেন্দ্র মোদী যদি ভারতকে বদলাতে চান, তাহলে একপেশে আইন বদলান আগে। তাঁর প্রশ্ন, কর দেওয়ার পর বাকি টাকা তিনি ফেরত পেতে পারেন কিনা?
শেষ টুইটে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর প্রভাব খাটিয়ে কালো টাকা শেষ করেছেন। দয়া করে আইনে বদল এনে করদাতাদের উপকার করুন।
আর্শাদের বিদ্রূপ, দেশের যাবতীয় কালো টাকা খতম হয়েছে, নিজেকে এখন ‘আমির’ মনে হচ্ছে তাঁর।
চতুর্থ টুইটে আর্শাদের বক্তব্য, প্রধানমন্ত্রী, যদি আমি ভুল বলে থাকি, তাহলে সব ক্রিমিন্যাল লইয়ারের উচিত, কর দেওয়ার পরেও বাকি টাকা আর্থিক অপরাধ শাখার হাতে তুলে দেওয়া। কারণ ওই টাকা তাঁরা পান অপরাধীদের কাছ থেকে।
আর্শাদ প্রথম টুইটে বলেছেন, ইকনমিক অফেন্সেস উইং বা ইওডাব্লিউ তাঁর কর হিসেবে দেওয়া পরিশ্রমের টাকা অ্যাকাউন্ট থেকে বার করে নিয়েছে। অথচ তিনি কিচ্ছু করতে পারেননি।
আর্শাদের পরের টুইট, নরেন্দ্র মোদী স্যার, নিজের ক্ষমতা উপভোগ করুন কিন্তু দয়া করে করদাতাদের ওপর সরকারি জুলুম বন্ধ করুন।
তৃতীয়টিতে তাঁর প্রধানমন্ত্রীকে প্রশ্ন, বেআইনি সংস্থাকে সরকার ব্যবসা করার অধিকার দেয় অথচ তার খরচ চোকান নির্দোষ করদাতা। এই কি ন্যায়?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -