ছবিতে দেখুন: উপড়ে গিয়েছে ৪০টির বেশি গাছ, উমপুনের তাণ্ডবে মারাত্মক ক্ষতিগ্রস্ত আলিপুর চিড়িয়াখানা
১৮৭৬ সাল থেকে এত বড় বিপর্যয়ের মুখে আগে কখনও পড়েনি আলিপুর চিড়িয়াখানা।
ঘূর্ণিঝড় উমপুন আঘাত হেনেছে আলিপুর চিড়িয়াখানাতেও।
এখানেও ভেঙে পড়া গাছগুলিকে পুনঃস্থাপনের চেষ্টা চালাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
৪৬ একর জায়গা নিয়ে আলিপুর চিড়িয়াখানা।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, যখন এসেছিল তার আগেই সব পশুকে খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয় ওরা খুব ভয় পেয়ে গিয়েছে পরেরদিন খাবার খেয়েছে।
আলিপুর চিড়িয়াখানায় চারদিকে এখন ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার চিহ্ন। ভেঙে গিয়েছে অস্ট্রিচ এর এনক্লোজার।
আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, ঘূর্ণিঝড় উমপুনে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে চল্লিশটির বেশি বড় বড় গাছ উপড়ে গিয়েছে। যাদের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে।
চিতল হরিণের খাঁচার একটি অংশ ভেঙে গিয়েছে।
ভাল্লুকের এনক্লোজারের সামনে উপড়ে গিয়েছে বড় একটি গাছ।
রুমা বিকাশ ও বিশালের ঘরবাড়ি এখানেই। এরা হলো সাদা বাঘ। ঘূর্ণিঝড় তছনছ করে দিয়ে গেছে।