এখনও পর্যন্ত মৃত ১১, সাইক্লোন ‘গাজা’-য় লণ্ডভণ্ড তামিলনাড়ু
ইতিমধ্যেই চারটি ট্রেন বাতিল করেছে দক্ষিণ রেল। বদল করা হয়েছে আরও চারটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ।
এখনও ফুঁসছে সমুদ্র। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি অফিসগুলিতে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য গতকাল সরকারি তরফে অনুরোধ জানানো হয়।
উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই ৮৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৬টি জেলার ৩০০টি ত্রাণ শিবিরে।
সবথেকে ক্ষতিগ্রস্ত নাগাপট্টিনাম। অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন। ক্ষয়ক্ষতি এড়াতে গতকালই চূড়ান্ত সতর্কতা জারি করেছে তামিলনাড়ু সরকার।
ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী।
১২০ কিলোমিটার বেগে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘গাজা’। প্রবল ঝড়ের পাশাপাশি মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।