আজকের রাশিফল
মামলায় অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা। ব্যবসায় লাভের আশা রাখলে মহাজনের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান লাভ। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোভ বৃদ্ধি পাওয়ার জন্য অপমানিত হওয়ার আশঙ্কা। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি করতে পারে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে।
গোপন কোনও রোগের জন্য কষ্ট পেতে হবে। আপনার কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করায় ক্ষতির আশঙ্কা। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। কোনও ভাল কাজ করার জন্য কারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতি ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তি।
বেকারদের জন্য নতুন কোনও যোগাযোগ। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল।
আজ সারা দিন চিন্তা ভাবনা খুব ভাল থাকবে। বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ দুর্গম কোনও কাজ অতিরিক্ত সরল ভাবে করতে সক্ষম হবেন। বাকসংযমী হতে পারলে সংসারে শান্তি থাকবে। সন্তানের চাঞ্চল্য বৃদ্ধি। একাধিক আয়ের পথ দেখা যাচ্ছে। পায়ের কষ্ট বাড়বে।
পথেঘাটে বিবাদের আশঙ্কা। আজ উপার্জনের ভাগ্য ভাল নয়। সারা দিন ব্যবসায় শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। কর্মস্থানে নিজেকে খুব একা মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।
পূজা পাঠের জন্য বিশেষ আলোচনা। প্রিয় জনের থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। রাস্তাঘাটে মহিলার জন্য বিপদ থেকে উদ্ধার। রক্তচাপ বাড়বে। আজ সকালের থেকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য মনে আজ খুব ভাল আনন্দ থাকবে। জুয়া জাতীয় কোনও খেলায় অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা।
পাওনা টাকা আদায়ের জন্য দিনটি খুব ভাল। ব্যবসায় বাড়তি লাভ হতে বিলম্ব। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। বাড়ির কোনও কাজের জন্য ঋণ নিতে হতে পারে। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা। আজ কারও উপকার করে সুনাম পাবেন। ব্যবসায় একটু বাধা আসতে পারে। দুপুরের পরে স্ত্রীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। বাবার জন্য দুশ্চিন্তা।
বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। ব্যবসায় নতুন কিছু হতে চলেছে। আর্থিক ব্যাপারে চাপের জন্য সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসতে পারে। সন্তানের কোনও আবদার পূরনে খরচ বৃদ্ধি। সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে।
কোনও খারাপ খবর পাওয়ার আশঙ্কা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না। চাকরির জায়গায় কাজের চাপ বাড়বে। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ। নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ। শরীরের দিকে নজর দিন, শরীর খারাপের আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ। পেটের কষ্ট বৃদ্ধি।
কর্মস্থানে কোনও বিশেষ কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে। গান বাজনায় আগ্রহ বৃদ্ধি। পড়াশোনার জন্য মনে ভয়। স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ। ব্যবসায় ঋণ নিতে হতে পারে। সম্পত্তি কেনাবেচার ভাল দিন আসতে দেরি। আজ আপনার জন্য কেউ আঘাত পেতে পারে। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। চিকিৎসার খরচ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
কর্মস্থানে কোনও বিশেষ কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে। গান বাজনায় আগ্রহ বৃদ্ধি। পড়াশোনার জন্য মনে ভয়। স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ। ব্যবসায় ঋণ নিতে হতে পারে। সম্পত্তি কেনাবেচার ভাল দিন আসতে দেরি। আজ আপনার জন্য কেউ আঘাত পেতে পারে। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। চিকিৎসার খরচ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -