✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  16 Jul 2019 07:20 AM (IST)
1

মিথ্যা কোনও কাজে বদনাম হতে পারে। কর্মস্থানে কোনও একটা কাজ নিয়ে একটু চাপ বাড়তে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

2

সকালের দিকে অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে গুরু জনদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ।

3

অপরের দুঃখে কষ্ট হতে পারে। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না। ভাল কাজের পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরু জনের সঙ্গে অশান্তি। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ। আজ কিছু চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না।

4

বাইরের কোনও ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদের আশঙ্কা। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে। বিবাহের বিষয় আলোচনা। ছোট রক্তপাতের আশঙ্কা রয়েছে। ব্যবসায় বাড়তি কোনও বিষয়ে আলোচনা। বাবার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির জায়গায় কারও সঙ্গে তর্ক। আর্থিক চাপ বাড়তে পারে।

5

বাজে কাজের জন্য বদনাম হতে পারে। নীতির ভুল হওয়ার আশঙ্কা। ব্যবসায় চাপ বৃদ্ধি। আগুন থেকে সাবধান থাকুন। কোনও আঘাতের জন্য মন খারাপ। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা করুন। চাকরির জায়গায় কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। কোমরের সমস্যা বাড়তে পারে।

6

আজ মন চঞ্চল থাকতে পারে। সামাজিক কারণে সুনাম আসতে পারে। পড়াশোনার জন্য ভাল যোগাযোগের সম্ভাবনা। গবেষণায় আজ সাফল্য আসতে পারে। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিপদের আশঙ্কা আছে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। চাকরির জায়গায় আজ বেশই তর্ক না করাই ভাল হবে। ভুল কোনও কাজের জন্য অনুশোচনা হতে পারে।

7

প্রিয় জনের কাছে থেকে অনেক ভালবাসা পেতে পারেন। সকাল দিকে দাঁতের যন্ত্রণা বাড়বে। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। বন্ধুর জন্য রাগ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পেটের কোনও সমস্যা হতে পারে।

8

আপনার প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করায় ক্ষতি হতে পারে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুকক্ত।

9

অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি বাড়তে পারে। আর্থিক ব্যাপারে একটু সুবিধা আসতে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতি লাভ। ভাই বা বোনের সঙ্গে বিবাদের আশঙ্কা। ব্যবসার ব্যাপারে চিন্তা থাকবে। প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের সমস্যা বাড়বে।

10

অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। নিজের কলাকুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাস। পুরনো পাওনা আদায়ে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে অশান্তি। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।

11

নিজের ভুল কাজের জন্য মানসিক কষ্ট। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার রাগ হতে পারে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের পড়াশোনা নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরের কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।

12

আজ সকালের দিকে কর্মস্থানে বিবাদের আশঙ্কা। নিজের দোষে স্বপ্ন নষ্ট হতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হওয়ার আশঙ্কা। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়বে। নিজের মতে কোনও কাজ করবার জন্য বাড়িতে বিবাদ। শত্রুর জন্য ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কিছু পাওনা আদায় হতে পারে। কোনও মহিলার জন্য আনন্দ বাড়তে পারে। শেয়ারে একটু বুঝে বিনিয়োগ করুন।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.