দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ হতে পারে। ভাল করে ভেবে তবেই বাড়তি আয়ে পা বাড়ান। স্ত্রীর শরীর নিয়ে কিছু খরচ হতে পারে। বাড়িতে অতিথি নিয়ে বিবাদ। বিয়ের ব্যাপারে কোনও আলচনা না করাই ভাল হবে। কোনও মহিলার প্রতি আবেগ বাড়তে পারে। শরীর নিয়ে একটু চাপ থাকতে পারে। বন্ধুর বেশে থাকা শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন।
পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়তি কোনও উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। দিনের মধ্য ভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীর নিয়ে কষ্ট। ভ্রমণ নিয়ে বাড়তি চিন্তা থাকতে পারে। সন্তানের পড়াশোনার জন্য আনন্দ বাড়তে পারে। স্ত্রীর জন্য শুভ খবর আসতে পারে। খারাপ লোকের সঙ্গে থাকার জন্য বদনামের আশঙ্কা। অফিসে জটিলতা কেটে যাবে। শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে।
কাজের জন্য নতুন কিছুর চেষ্টা বাড়তে পারে। সন্তানের পড়াশোনার জন্য নতুন চিন্তা ভাবনা। বেকারদের আশা পূর্ণ না হওয়ার জন্য হতাশা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য বিপদের আশঙ্কা। সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে বিরাট অশান্তি। অর্থ নিয়ে একটু চাপ বাড়তে পারে। শিল্পীদের সময় খুব ভাল। প্রেমে আনন্দ পাবেন। অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। বাড়ির কাজের জন্য কর্মে ব্যাঘাত। তবে শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।
কাজের লোকের সঙ্গে অশান্তি। গুরুজনের সাহায্যে সংসারের সমস্যা থেকে উদ্ধার পাবেন। জমি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা। প্রেমের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। বহু পরিশ্রমেও খুব ভাল পারিশ্রমিক পাবেন না। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা। নিজের শরীরের দিকে নজর দিন। শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে।
সন্তানদের নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেমে বাধা মানসিক অবসাদ আনতে পারে। কর্মস্থানে বাধা আসবে। স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি পাবে। কোনও আত্মীয় বাড়িতে আসার জন্য আপনার উপকার হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থদান। শেয়ার বাজারে না যাওয়াই ভাল হবে।
ব্যবসা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। খুব ভালভাবে চিন্তা করে তবে নতুন ব্যবসায় পা বাড়ানো উচিত। রাস্তায় বিপদের আশঙ্কা রয়েছে। বাড়িতে নতুন অতিথির আগমন। দিনের শেষের দিকে ব্যবসায় ভাল ফল পাবেন। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। ভাল সময় আসছে। বন্ধুবেশী শত্রুর জন্য সংসারে সবার সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানদের নিয়ে স্বামী-স্ত্রী আলোচনা।
সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হতে হবে। ব্যস্ততার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বাবার সঙ্গে মতের অমিল। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। কর্মস্থানে বহু পুরনো সমস্যা মিটে যাবে। ব্যবসায় খুব ভাল ফল পাবেন, কিন্তু দিনের শেষের দিকে খরচ বৃদ্ধি পাবের জন্য সঞ্চয় কম হবে।
প্রেমের জন্য কষ্ট পেতে পারেন। দূরের কারও শোকের খবর পেয়ে মন খারাপ। ব্যবসায় বিনিয়োগ বেশি করা ভাল হবে না। কোনও প্রতিযোগিতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের জন্য চিন্তা ও খরচ বাড়বে। গলা ব্যথা নিয়ে কষ্ট বৃদ্ধি। পরিবারে কারও সমস্যা গুরু জনের দ্বারা মিটে যেতে পারে। ব্যবসা চিন্তার কারণ হতে পারে।
বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন। চেষ্টার সাফল্য মিলতে পারে। স্ত্রীর জন্য সংসারে বিবাদের মীমাংসা। ফাটকা ব্যবসায় লাভ হবে, কিন্তু খুব সাবধান থাকতে হবে। প্রেমের ব্যাপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি। আয় ও ব্যয়ে সমতা রক্ষা করতে পারবেন না। রাজনীতিতে নামতে পারেন। জমি ক্রয়বিক্রয়ের জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। পেটের সমস্যার জন্য অফিসে সময় নষ্ট। অর্থ নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতি।
বাড়িতে অনেক অতিথি আসতে পারে। একটু ধার হতে পারে। সন্তানের বিয়ের ব্যাপারে চিন্তা থাকবে। নিজের অধিকার নিয়ে সজাগ হতে হবে। পড়াশোনায় খুব ভাল ফলের আশা করা যায়। দিনের শেষের দিকে কোনও পরিবর্তন আসতে পারে। স্ত্রীর উপর অভিমান বাড়বে। অল্প সময়ের জন্য শরীর খারাপ হতে পারে। চাকরির জন্য নতুন কোনও খবর আসতে পারে। অধঃস্তন কর্মচারীর দ্বারা উপকার পেতে পারেন।
পায়ের সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময় আসছে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। বিবাহিত জীবনে ভাল-মন্দ মিশিয়ে চলতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থ ভাগ্য মধ্যম থাকবে। দুপুরের পরে কাজ নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কাজের যোগাযোগ আসতে পারে। বাড়িতে আনন্দ অনুষ্ঠান হতে পারে। কর্মস্থানে কারও সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টায় সাফল্য মিলতে পারে।
ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বিয়ের জন্য শুভ সময় আসছে। প্রতিবেশীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান। আর্থিক সমস্যা একটু একটু করে কাটবে। গুরু জনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। বিবাহিত জীবন ভাল কাটবে। অপরের সুখের জন্য নিজের আনন্দ। যাঁরা কাপড়ের ব্যবসা করেন, তাঁদের শুভ সময় শুরু। টিউমার নিয়ে সমস্যা বাড়তে পারে। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন।