ব্যবসায় শুভ খবর আসতে পারে 'ধনু' রাশির জাতকদের, কী বলছে আপনার রাশিফল? জেনে নিন
আজ দিনের যে কোনও সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পরে। সন্তান স্থান শুভ। আজ ভাল কোনও খবর পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণ হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅফিসে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দ পাবেন। প্রেমে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণায় কষ্ট পাবেন। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। পড়াশোনার জন্য আজ কোনও বাধা আসতে পারে। খরচের পরিমাণ আজ বাড়তে পারে।
বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদ আরও বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। প্রিয় জনের থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কাজে ক্ষতির আশঙ্কা। সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। চিকিৎসার জন্য প্রচুর খরচ হতে পারে। সামাজিক সম্মান বাড়বে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি।
বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেয়ে আনন্দ। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে খরচ বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করার জন্য আনন্দ। ব্যবসায় শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে। দুপুরের পরে আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে।
স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। বাড়িতে প্রতিবেশী আসার যোগ রয়েছে। প্রিয় জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের সমস্যা বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল। সকলে মিলে দূরে ভ্রমণ হবে। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কম হবে।
আজ রাস্তায় একটু সাবধানে চলাচল করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসায় অর্থ আসায় আনন্দ। কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের চেয়ে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। আর্থিক চাপ থাকবে।
সকালের দিকে প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমের ক্ষেত্রে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে। বাবাকে নিয়ে চিন্তা বাড়বে।
শত্রুর জন্য বিবাদ অনেক দূর যেতে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় বিবাদ বাড়তে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধের আশঙ্কা। মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। প্রাথমিক বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে।
স্ত্রীর জন্য মানসিক অশান্তি বাড়তে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ করাও জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে।
নিজের দম্ভের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর অশান্তি থাকবে। ভ্রাতৃ স্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। সংসারে সুখ ফিরবে কিন্তু পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। খুব সাবধানে যানবাহনে চলাচল করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে।
আজ সকাল থেকে অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা থাকবে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।
জমি কেনাবেচার জন্য দিনটি খুব ভাল। দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সন্তানদের নিয়ে সংসারে কলহের সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনের ভিতরে থাকা ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে। বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -